শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিটফোর্ড হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু রোগীর চিকিৎসা

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৫:৩৫

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজারের উপর।

এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতালের প্রধান সহকারী আবদুল রহিম ভূঁইয়া। তিনি জানান, নতুন ৮৪ ডেঙ্গু রোগী নিয়ে ৩৮৯ জন রোগীকে তিনটি ভবনের নয়টি ওয়ার্ডে কর্মরত ডাক্তাররা নিয়মিত চিকিৎসা দিচ্ছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১২০ জন রোগী চিকিৎসা নিয়ে ভালো হওয়ায় তাদেরকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশিষ্ট ৩৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা চলছে। 

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কোন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু নিয়ন্ত্রণ সেল।

ইত্তেফাক/জেডএইচ