শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢামেকে ডেঙ্গু জ্বরে এক শিশুর মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে খাদিজা আকতার নামে এক শিশু মারা গেছে। বুধবার বিকালে মুগদা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিশুটির চাচা ইব্রাহিম বলেন, মুন্সিগঞ্জ সদরে তাদের গ্রামের বাড়ি। বর্তমানে ধনিয়া নাছির উদ্দীন রোডে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে। তার বাবা ইসমাঈল একটি ফ্যান কারখানায় কাজ করেন। খাদিজা তাদের একমাত্র সন্তান ছিল। 

চাচা আরো বলেন, গত ৭ সেপ্টেম্বর থেকে তার জ্বর হয়। পড়ে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু সনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে বিকালে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/জেডএইচ