শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার ধানমন্ডি ক্লাবে র‌্যাবের অভিযান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৯

রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্রে অভিযানের পর এবার ধানমন্ডি ক্লাবে র‍্যাবের অভিযান চলছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম।

আজ শুক্রবার রাত ৯টা ১০ মিনিটের দিকে ধানমন্ডির ১২ নম্বর রোডের মেট্রো শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় অবস্থিত ধানমন্ডি ক্লাবে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাব-২-এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম মালিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অবৈধ জুয়া ও ক্যাসিনো খেলা হয় এমন অভিযোগে ধানমন্ডি ক্লাবে অভিযান চালানো হচ্ছে।

অবৈধ জুয়া ও মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে রাজধানীর ঐতিহ্যবাহী কলাবাগান ক্রীড়াচক্রে হানা দিয়ে ক্লাবটির সভাপতি শফিকুল আলমসহ পাঁচজনকে আটক করে র‌্যাব-২।

আরও পড়ুন: কলাবাগান ক্রীড়াচক্রে অস্ত্র-ইয়াবা, কৃষকলীগ নেতাসহ আটক ৫

এর আগে দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়। সন্ধ্যার সোয়া ৭টার দিকে ক্লাবটিতে অভিযান শুরু করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র‌্যাবের হাতে আটক হন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ইত্তেফাক/কেকে