বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবরার হত্যা মামলায় ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেফতার

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৩:১৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেফতার হয়।  ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অমিত সাহা তার এক আত্মীয়র বাসায় আত্মগোপন করেছিলেন।

আরো পড়ুন : প্রথমার্ধ জার্মানির, দ্বিতীয়ার্ধ আর্জেন্টিনার

তার বিরুদ্ধে অভিযোগ, রবিবার রাতে অমিত সাহা শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদকে ডেকে নেয় তার কক্ষে। ২০১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র অমিত সাহা। তিনি ইসকন মতাদর্শের। তার কক্ষে প্রায় ৬ ঘণ্টা ধরে পিটিয়ে আবরারকে হত্যা করা হয়।

আলোচিত এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হওয়া সত্ত্বেও হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনের তালিকায় অমিত সাহার নাম না থাকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হলো। 

 

ইত্তেফাক/ইউবি