শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রথম ডোজেই কার্যকরী ফলাফল ফাইজারের

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:২৭

করোনা ভ্যাকসিন ফাইজারের প্রথম ডোজেই যথেষ্ট কার্যকরী ফলাফল পাওয়া গেছে। এমনটাই তথ্য উঠে এলো এক গবেষণায়। করোনা ঠেকাতে ফাইজার ও বায়োএনটেকের যৌথভাবে বানানো ভ্যাকসিন যথেষ্ট কার্যকরী। দ্বিতীয় ডোজ নেওয়ার পর সংক্রমণের সম্ভাবনা শতকরা ৯০ ভাগ কমেছে।
 
২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে শুরু করে ২০২১ সালের ১৩ মার্চ পর্যন্ত প্রায় ১৩ সপ্তাহ ধরে চলেছে এই পরীক্ষা। আমেরিকায় প্রায় ৪ হাজার লোকের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য প্রকাশ করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নামের একটি সংস্থা। 

এক বিবৃতিতে সিডিসির পরিচালক রোশেল ওয়ালেন্সকি জানান, ‘এই পরীক্ষা থেকে আমরা আমাদের ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে পারছি।’

অন্যদিকে, কানাডায় আপাতত বন্ধ রাখা হয়েছে পঞ্চান্ন বছরের নিচে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগ প্রক্রিয়া। তার আগে, ডেনমার্কেও এই ভ্যাকসিন প্রয়োগ আরও ৩ সপ্তাহ স্থগিত করা হয়।

ইত্তেফাক/এএইচপি