শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ৫ শতাংশ বৃদ্ধি

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১১:৫৪

মার্কিন যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ। যা আগের সপ্তাহের সংক্রমণের হারের তুলনায় ৫ শতাংশ বেশি। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজারেরও বেশি রোগী, যা গত সপ্তাহের তুলনায় ৪ শতাংশেরও অধিক।

জানা যায়, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বর্তমানে বসন্তকালীন ছুটি চলছে। সেইসঙ্গে যোগ হওয়া সাম্প্রতিক ইস্টার হলিডের ছুটিতে দেশটির বিভিন্ন প্রদেশে বেড়ে গেছে ভ্রমণ। এর কারণেই সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে মনে করছেন মার্কিন রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

জীবানুতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ যদিও মনে করছেন, করোনাভাইরাসের সংক্রমণের সঙ্গে মিল রয়েছে সর্দিজ্বরের ভাইরাসের (ইনফ্লুয়েঞ্জা)। শীতকালে এই ভাইরাসের সংক্রমণ বেশি হয়। গ্রীষ্মকালে তুলনামূলকভাবে কম। কিন্তু যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও জীবানুতত্ত্ব বিশেষজ্ঞদের আরেক অংশ এই তত্ত্বের সঙ্গে একমত নন।  

দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি এ বিষয়ে বলেন, ‘এখন আমরা যে অবস্থায় আছি, সেখানে ভুল করেও এ ধরনের চিন্তাভাবনা আমাদের মনে স্থান দেওয়া উচিত নয়।’

তিনি আরো বলেন, গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকায় গ্রীষ্মের সময়েও করোনা সংক্রমণ উল্লেখযোগ্যহারে বেড়েছে।

ইত্তেফাক/টিআর