শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংক্রমণে কেরালা-কর্ণাটককে ছাড়ালো ছত্তিশগড়

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১২:৫২

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে এ তথ্য জানা গেছে। ভারতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন প্রায় এক কোটি ২৯ লাখ মানুষ। মৃত্যুবরণ করেছেন মোট এক লাখ ৬৬ হাজার ৮৬২ জন। 

  • সর্বশেষ ২৪ ঘন্টায় ভারতে ৬৮৫ জনের মৃত্যু ঘটেছে।
  • দেশটির ছত্তিশগড়ে নয় হাজার ৯২১ জন নতুন করোনা রোগী পাওয়া গেছে। ভারতে বর্তমান করোনা রোগীর ছয় দশমিক দুই শতাংশই এই এলাকার। অন্যদিকে কর্ণাটক ও কেরালাতে রয়েছে যথাক্রমে পাঁচ দশমিক তিন এবং তিন দশমিক পাঁচ শতাংশ রোগী।
  • দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, ফেব্রুয়ারী থেকে ১১টি রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। তারা বলেছে, এই রাজ্যগুলোতে রোগীর পরিমাণ খুব বেশি বেড়েছে, যার বেশিরভাগই ১৫-৪৪ বছরের কম বয়সী জনগণ। এছাড়া মৃত্যুবরণকারীদের বেশিরভাগই ৬০ বছরের বেশি বয়স্ক বলে চিহ্নিত করা হয়েছে। 
  • গড়ে দৈনিক ৩০ লাখ ৯৩ হাজার ভ্যাকসিন ডোজ প্রদান করে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের দ্রুততম টিকা দেওয়ার দেশ হয়ে উঠেছে ভারত।
  • দেশটিতে দৈনিক আক্রান্তদের ৮০ শতাংশই মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্য প্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা রাজ্যের। 
  • বর্তমানে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ছত্তিশগড়। 
  • ভারতে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৪ শতাংশ। এক মাস আগে এই হার ছিল ২ দশমিক ২ শতাংশ।
  • সর্বাধিক সংখ্যক দৈনিক সংক্রমণের রিপোর্টকারী শীর্ষ পাঁচ রাজ্যের একটি এখন দিল্লি।
  • কেরালার দৈনিক শনাক্ত মহারাষ্ট্র, ছত্তিশগড় ও দিল্লির চেয়ে কম। তবে এটি  ঊর্ধ্বমুখী সংক্রমণ চলতে থাকা ১২টি রাজ্যের একটি।
  • যদিও কেন্দ্রীয় সরকার জোর দিয়ে বলছে  দেশের কোথাও ভ্যাকসিনের ঘাটতি নেই তবে বুধবার মহারাষ্ট্র বলেছে, তাদের ভ্যাকসিন শিগগিরই শেষ হয়ে যাবে।

ইত্তেফাক/এসএ