শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রক্ত জমাট ইস্যুতে জনসনের ভ্যাকসিন পরীক্ষা করছে ইইউ

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১২:৪২

করোনাভাইরাসের ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসন মানবদেহে প্রয়োগের পর রক্ত জমাট বাঁধার বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ইউরোপিয়ান মেডিসিন অ্যাজেন্সি (ইএমএ)।

গতকাল শুক্রবার (৯ এপ্রিল) ইএমএ জানায়, জনসনের ভ্যাকসিন নেয়ার পর অন্তত চার ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জনসন ছাড়াও এর আগে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে। ফলে এ দুটি ভ্যাকসিন মানবদেহের জন্য নিরাপদ কি-না তা পূঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখছে ইইউ।

জানা যায়, এ কাজে ইইউ-কে সহায়তা করছে জনসন। তাদের দাবি, এখন পর্যন্ত এই ভ্যাকসিনের কারণে রক্ত জমাট বাঁধার কোনো ‘সরাসরি কারণ’ খুঁজে পাওয়া যায়নি।

ইত্তেফাক/টিআর