শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে পরপর দুইদিন আক্রান্ত ছাড়ালো দুই লাখ, নতুন রেকর্ড

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৫:১৬

টানা দ্বিতীয় দিনের মতো ভারতে একদিনে নতুন করোনা রোগীর সংখ্যা দুই লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন দুই লাখ ১৭ হাজার মানুষ। একইসময়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার ১৮৫ জন। শুক্রবার (১৬ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো ভারতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্র রাজ্যে। নতুন রোগীদের মধ্যে ৬১ হাজার ৬৯৫ জনই এখানে। 

কেরালা সিদ্ধান্ত নিয়েছে তারা গণ হারে কোভিড টেস্ট করবে। আজ ও আগামীকালের মধ্যে দুই থেকে আড়াই লাখ টেস্ট করাবে রাজ্যটি। এছাড়া, উত্তরাখণ্ডের হরিদ্বারের মেগা কুম্ভ মেলায় অংশ নেওয়া ৩০ জন সাধু করোনা আক্রান্ত হয়েছেন। বিশাল ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সমালোচনার মাঝে যেখানে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছিল।

ইত্তেফাক/এসএ