শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে উপচে পড়া ভিড়

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৯:০৪

শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালটি এখন করোনার জন্য বিশেষায়িত। করোনার টিকা গ্রহণ ও নমুনা পরীক্ষা করাতে এখন সকাল থেকে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে হাসপাতালে। গতকাল রবিবার সকালে দেখা গেছে, এ যেন মানুষের মেলা।

আগত রোগী ও টিকাগ্রহণকারীরা বলেন, টিকার ম্যাসেজ বিড়ম্বনাসহ স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতার অভাবে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। কারো কারো মুখে মাস্ক থাকলেও নাই কোনো সামাজিক দূরত্ব। লাইনে এবং লাইনের বাইরে যারা আছেন সবাই এসেছেন করোনার ২য় ডোজ টিকা নেওয়ার জন্য।

সকাল ১১টায় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সেই সকাল ৯টায় এসেছেন করোনার ২য় ডোজ টিকা নেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত তারা ভেতরেই প্রবেশ করতে পারেননি।

ইত্তেফাক/এমআর