বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চারদিনে মোট মৃত্যুর ৬৩ শতাংশই ঢাকা বিভাগের

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৮:০৬

করোনায় মৃত্যুর সংখ্যা কিছুতেই কমছে না। দেশে প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ভাঙছে। সোমবার ( ১৯ এপ্রিল) একদিনে দেশে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছে।

গত চারদিনে করোনা ভাইরাসে সারাদেশ ৪১৬ জন মারা গেছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ২৬৫ জন। অর্থাৎ দেশে গত চারদিনে মোট মৃত্যুর ৬৩ দশমিক ৭০ শতাংশ ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত শুক্রবার (১৬ এপ্রিল) সারা দেশে ১০১ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে ৫৯ জন। এর পরের দিন দেশে মারা গেছেন ১০১ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ৬৭  জন।

গত রবিবার (১৭ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১০২ জন মারা যান। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন মারা গেছে। সর্বশেষ আজ সোমবার ( ১৯ এপ্রিল) একদিনে দেশে সর্বোচ্চ ১১২ জন মারা গেছেন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগে মারা গেছেন ৭১ জন।

 

ইত্তেফাক /কেএইচ/ইউবি