মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে ১ মে থেকে ১৮ বছর ঊর্ধ্ব সবাই টিকা পাবেন

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২৩:০৫

করোনা টিকা প্রদানের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১ মে থেকে দেশটির ১৮ বছর ঊর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। সোমবার (১৯ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার এক জরুরি বৈঠকে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতের অধিকাংশ মানুষ যেন প্রতিষেধক নিতে পারেন সেজন্য গত এক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে ইতোমধ্যেই রেকর্ড গতিতে এগিয়ে যাচ্ছে কাজ।

এই পদক্ষেপকে ভারতের ভ্যাকসিন প্রক্রিয়ার তৃতীয় পর্যায় বলে জানিয়েছে কেন্দ্র। গত ১৬ জানুয়ারি দেশজুড়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের জন্য ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। এরপর গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তৃতীয় পর্যায়ে টিকা নিতে পারবেন ১৮ উত্তীর্ণ হয়েছেন এমন যেকোনো ভারতীয়।

ইত্তেফাক/এসএ