শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনায় করোনা রোগীদের চিকিৎসাসেবায় ডিজিটাল ব্যবস্থাপনা

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৩:২৭

খুলনায় কোভিড-১৯ আক্রান্ত নাগরিকদের ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে চিকিত্সাসেবা এবং তাদের পরিবারের চাহিদা ও প্রায়োজনে মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ‘হোম টু হোম অ্যাসিস্ট্যান্টস টু কোভিড-১৯ পেশেন্টস থ্রু ডিজিটাল সিস্টেম’ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বিকালে সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত হয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ উদ্যোগের মাধ্যমে মোবাইল ফোন, অ্যাপস, ই-মেইল ও ওয়েবসাইট-ভিত্তিক সহায়তা কার্যক্রমের আওতায় ডিজিটাল রেজিস্ট্রেশনের ভিত্তিতে আরো যেসব জরুরি সেবা প্রদান করা হবে তা হচ্ছে—করোনা রোগীদের সার্বিক তত্ত্বাবধান, টেলিমেডিসিন অথবা সরাসরি মেডিক্যাল টিমের মাধ্যমে প্রয়োজনীয় চিকিত্সাসেবা নিশ্চিত করা। প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের জন্য রোগীদের অ্যাম্বুলেন্স নিশ্চিত করা। তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা। কোভিড-১৯-এ মারা যাওয়া ব্যক্তির দাফন অথবা সত্কারের জন্য ব্যবস্থা করা।

এছাড়া ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগীগের ট্র্যাক করা।’ জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইনে বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ প্রমুখ বক্তৃতা করেন।

ইত্তেফাক/এসএ