বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একদিনে ২২৬৩ মৃত্যু ভারতে, শনাক্ত ছাড়ালো সোয়া তিন লাখ

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৩:৩৮

ভারতে এবার একদিনে করোনায় মৃত্যু দুই হাজার ২৬৩ এবং শনাক্ত ছাড়ালো সোয়া তিন লাখ। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন রোগী পাওয়া গেছে তিন লাখ ৩২ হাজার। এ নিয়ে টানা দুইদিন ভারতে তিন লাখের বেশি সংক্রমণ পাওয়া গেলো। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারের জন্য আজ পশ্চিমবঙ্গে নিজের সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যগুলির কোভিড -১৯ পরিস্থিতি পর্যালোচনা করতে আজ উচ্চ-স্তরের বৈঠক করবেন। বর্তমান জনস্বাস্থ্য সঙ্কটকে একটি "জাতীয় জরুরি অবস্থা" হিসাবে অভিহিত করে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কেন্দ্রটিকে অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ এবং টিকা দেওয়ার পদ্ধতির বিষয়ে একটি "জাতীয় পরিকল্পনা" তৈরি করতে বলেছে।

নতুন করোনা রোগীদের মধ্যে ৬৭ হাজারই মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পরে দক্ষিণের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। দিল্লিতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩০৬ জন। এখানে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

ইত্তেফাক/এসএ