বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়ায় অনুমোদন পেলো এক ডোজের টিকা স্পুটনিক লাইট

আপডেট : ০৭ মে ২০২১, ১২:১৫

রাশিয়াতে অনুমোদিত হয়েছে এক ডোজের করোনা টিকা। একে বলা হচ্ছে স্পুটনিক লাইট। টিকাটির অর্থায়নকারী প্রতিষ্ঠান দ্য রাশিয়ান ডিরেক্ট ডেভেলপমেন্ট ফান্ড (আরডিআইএফ) এক বিবৃতিতে জানিয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে দুই ডোজের কার্যকারিতা ৯১.৬ শতাংশ হলেও স্পুটনিক ‘লাইট’ নামের এক ডোজ সংক্রমণ ঠেকাতে ৭৯.৪ শতাংশ কার্যকর। এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত রাশিয়ায় করোনার গণটিকাদান কর্মসূচির আওতায় যারা টিকা নিয়েছেন তাদের টিকা নেওয়ার ২৮ দিন পরের তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলে এক ডোজের টিকার কার্যকারিতা নিয়ে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার স্পুটনিক-৫ টিকাটি ইতোমধ্যে ৬০টির বেশি দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে। তবে এখন পর্যন্ত ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) অথবা যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়নি।

ইত্তেফাক/এসএ