বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে একদিনের ব্যবধানে আক্রান্ত-মৃত্যু দুটোই কমেছে

আপডেট : ১০ মে ২০২১, ১০:৫৪

ভারতে একদিনের ব্যবধানে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরো ৩ লাখ ৬৬ হাজারের অধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। একই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৭৫৪ জন। আজ সোমবার (১০ মে) এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

এর আগে গতকাল রবিবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার ৯২ জন, এর আগেরদিন এই সংখ্যা ছিল চার হাজার ১৮৭। একইসময়ে ভারতে নতুন রোগী পাওয়া গেছে চার লাখ তিন হাজার ৭৩৮। যা এক সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো দৈনিক হিসেবে চার লাখের বেশি শনাক্ত। আর আজ উভয় সংখ্যাই কমে এলো।

গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় সঙ্কটের বার্তা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার পরে ভারতের সুপ্রিম কোর্ট মেডিকেল অক্সিজেনের সহজলভ্যতা এবং বিতরণ মূল্যায়ন করার জন্য একটি ১২ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

ইত্তেফাক/টিএ