মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতফেরত নারী করোনা আক্রান্ত

আপডেট : ১২ মে ২০২১, ০০:২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরা এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৭ মে ভারত থেকে দেশে ফেরেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

ওই নারীকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এরআগে সোমবার দুপুরে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে সন্ধ্যায় রিপোর্টে ওই নারী পজিটিভ আসে।

ডা. একরাম উল্লাহ বলেন, ‘ভারত থেকে ফেরার ৭২ ঘণ্টা আগে ওই নারীর করোনা ভাইরাসের পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে তিনি বাংলাদেশে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পেরেছেন। স্থলবন্দরেও তার তেমন কোনো লক্ষণ দেখা যায়নি।’

তিনি জানান, ভারত থেকে ফেরার পর ওই নারীসহ যারা হোটেলে কোয়ারেন্টাইনে আছে তাদের সোমবার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। ওই হোটেলে অবস্থান করা সবার করোনা ভাইরাস নেগেটিভ আসলেও ওই নারীর পজিটিভ এসেছে।

সম্প্রতি ভারতে ব্যাপকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীদের যাওয়া-আসা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ অনুমতি নিয়ে শুধু দুদেশের আটকে পড়া নাগরিকরা নিজ দেশে ফিরতে পারছেন।

ইত্তেফাক/এএএম