শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতফেরত তিনজনের করোনার ধরন জানতে নমুনা ঢাকায় প্রেরণ

আপডেট : ১৫ মে ২০২১, ১৫:৪৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতফেরত ২৭ জনের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হওয়ার পর সদর হাসপাতালে তাদের আলাদা রাখা হয়েছে। তাদের করোনা ভারতীয় ধরন কিনা জানা যায়নি। 

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে তারা করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা। 

১০ এপ্রিল (সোমবার) ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত দিয়ে ২৭ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি তাদের আটক করে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করে। পুলিশ আটককৃতদের আদালতে সোপর্দ করে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার আদেশ দেন। জেলা শহরের আজাদ রেস্ট হাউসে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নমুনা পরীক্ষার পর তাদের মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়। সদর হাসপাতালে ভর্তির পর তাদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি