শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘দেশে টিকা তৈরির অনুমতি এখনো কাউকে দেওয়া হয়নি’

আপডেট : ১৭ মে ২০২১, ০০:২৩

দেশে টিকা উৎপাদনে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনের অনুমোদন দেয়নি ঔষুধ প্রশাসন।

রবিবার (১৬ মে) ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার খবরে বলা হয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসকে চীনা সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর। প্রকৃতপক্ষে টিকা উৎপাদনের অনুমতি এখনও কাউকে দেওয়া হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের খবর প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি না করার অনুরোধ করা হয়।

গত ২৯ এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেদিন সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মাহবুবুর  বলেছিলেন, সিনোফার্মের টিকা দেশেই তৈরি করা হবে। দেশের তিনটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের টিকা তৈরির সক্ষমতা রয়েছে। ওই তিনটির মধ্যে একটি হল ইনসেপটা ফার্মাসিউটিক্যালস। 

ইত্তেফাক/এসজেড