বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: ভারতে একদিনে প্রাণহানি ৩৪০৩

আপডেট : ১১ জুন ২০২১, ১১:০৭

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা রোগী পাওয়া গেছে ৯১ হাজার ৭০২ জন। এই বৃদ্ধির জেরে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়ে গেল। আর একদিনে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৪০৩ জন। শুক্রবার (১১ জুন) এসব জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে দেখা গেছে, কর্নাটক, কেরল, তামিলনাড়ু— এই তিনটি রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যায় উল্লেখযোগ্য হেরফের হয়নি। কিন্তু মহারাষ্ট্রে তা একলাফে অনেকটা বেড়েছে। কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৫ জনের।

জানা গেছে, ভারতে করোনা সংক্রমণের হার এখনো পাঁচ শতাংশের নীচেই রয়েছে। আবার দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থ হওয়ার ধারাও অব্যাহত রয়েছে। যার জেরে সক্রিয় রোগী কমছে। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১১ লক্ষ ২১ হাজার ৬৭১ জন। পাশাপাশি সেখানে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে সাড়ে ২৪ কোটির বেশি।

ইত্তেফাক/এসএ