বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনার ‘ডেলটা’ ধরন ‘আলফা’র চেয়ে ৬০ শতাংশেরও বেশি সংক্রামক

আপডেট : ১২ জুন ২০২১, ১৮:৪৪

করোনার ডেলটা ধরন আলফা ধরনের চেয়ে ৬০ শতাংশেরও বেশি সংক্রামক বলে জানিয়েছে ব্রিটিশ সরকার ব্রিটেনে করোনার আলফা ধরনের সংক্রমণের কারণে জানুয়ারিতে তিন মাসের জন্যে লকডাউন ঘোষণা করা হয়েছিল।

ব্রিটেনে আগামী ২১ জুন থেকে সামাজিক দূরত্বে বিধি নিষেধ তুলে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ভারতে প্রথম দেখা দেয়া ডেলটা ধরনের সংক্রমণ ব্রিটেনেও বাড়তে থাকায় এ পরিকল্পনার বাস্তবায়ন ঘটবে কি-না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

The Delta variant of COVID-19 just got even scarier | The Week

ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের নতুন গবেষণায় বলা হয়েছে, আলফা ধরনের চেয়ে ডেলটা ধরন ৬০ শতাংশেরও বেশি সংক্রামক। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্টে প্রথম করোনার আলফা ধরন শনাক্ত হয়।

এদিকে ব্রিটেনে ফেব্রুয়ারির পর থেকে প্রতি দিনই সংক্রমণ সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার এ সংখ্যা ছিল সাত হাজার ৩৯৩ জন। নতুন সংক্রমণের ৯০ শতাংশেরও বেশি ডেলটা ধরন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হেনকক বলেছেন, অধিকাংশ করোনার রোগী টিকার একটি ডোজও নেয়নি। তাই দেশটির সরকার টিকার উভয় ডোজ গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, টিকা ডেলটা ধরনের প্রভাবকে প্রশমিত করবে।

No description available.

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান নির্বাহী জেনি হ্যারিস বলেছেন, একটির পরিবর্তে টিকার দু’টি ডোজ ডেলটা ধরনের বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা দেবে। ব্রিটেনে করোনায় এ পর্যন্ত এক লাখ ২৭ হাজার ৮৬৭ জন মারা গেছে যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।

ইত্তেফাক/এএইচপি