মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শত কোটি ডোজ ভ্যাকসিন অনুদান দেবে জি-৭

আপডেট : ১৩ জুন ২০২১, ২২:১৬

জি-৭ এর রাষ্ট্রপ্রধানেরা দরিদ্র দেশে মোট ১০০ কোটি ডোজ ভ্যাকসিন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে একথা জানান।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়,  রবিবার (১৩ জুন) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,  জি-৭ রাষ্ট্রপ্রধানেরা দরিদ্র দেশে মোট শত কোটি ডোজ ভ্যাকসিন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এসব অনুদান সরাসরি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। প্রতিশ্রুতির আওতায় যুক্তরাজ্যও ১০ কোটি ডোজ দেবে।

No description available.

এসময় তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত কোভিড টিকার বৈশ্বিক ভূমিকা তুলে ধরে একে "বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভ্যাকসিন" বলেও উল্লেখ করেন।

জি-৭ এর সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স ও জাপানের নেতারা করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরুর পর এবারই প্রথম  সশরীরে এ সম্মেলনে যোগ দিলেন।

এর আগে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস অবশ্য বলেছিলেন, সারাবিশ্বকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে দ্রুত ১১০০ কোটি ভ্যাকসিনের প্রয়োজন।

ইত্তেফাক/এএইচপি