মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগামী সপ্তাহ থেকে ফাইজার-সিনোফার্মার টিকা দেওয়া শুরু

আপডেট : ১৪ জুন ২০২১, ১৪:৩৬

আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মার টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (১৪ জুন) মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের ফাইজারের ও চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে। 

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের ৩৯ লক্ষাধিক মানুষ

তবে ঠিক কত তারিখ থেকে এ টিকা দেওয়া হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে অধিদফতরের কর্মকর্তা সূত্রে জানা গেছে , টিকা নেওয়ার জন্য যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, শুধু তারাই এ টিকা পাবেন। তাদের ফোনে খুব শিগগিরই ম্যাসেজের মাধ্যমে টিকা দেওয়ার তারিখ জানানো হবে।

ইত্তেফাক/জেডএইচডি