শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ছাড়ালো

আপডেট : ১৮ জুন ২০২১, ১১:৪৩

বিশ্বে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম ২০ লাখের মৃত্যু হয়েছে এক বছরের বেশি সময়ে এবং পরবর্তী ২০ লাখের মৃত্যু হয়েছে মাত্র ১৬৬ দিনে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যুর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। একই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে প্রায় ১৭ কোটি ৮২ লাখ।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া ও মেক্সিকোতে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন। মৃতদের মধ্যে প্রায় ৫০ শতাংশ এই পাঁচটি দেশে। অন্যদিকে, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি পেরু, হাঙ্গেরি, বসনিয়া, চেক রিপাবলিক ও জিব্রাল্টারে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশগুলো সরকারিভাবে করোনা রোগীর মৃত্যুর যে হিসাব দিচ্ছে প্রকৃত সংখ্যা আরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) একই তথ্য জানিয়েছে।

ইত্তেফাক/টিএ