শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফিলিস্তিনিদের মেয়াদোত্তীর্ণ হতে চলা ১০ লাখ টিকা দিচ্ছে ইসরায়েল

আপডেট : ১৮ জুন ২০২১, ২০:৪৫

ফিলিস্তিনিদের ১০ লাখ টিকার ডোজ দেবে ইসরায়েল। এক প্রকার নিরুপায় হয়েই ফিলিস্তিনকে মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে এমন টিকা দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। জানা যায় টিকা গুলো ফাইজার-বায়োএনটেকের।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনের প্রশাসনের সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে একটি চুক্তি সই করেছে ইসরায়েল। চুক্তি অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হতে চলা ফাইজারের ১০ লাখ টিকার ডোজ দেয়া হবে ফিলিস্তিনকে।

No description available.

বিবৃতিতে বেনেট আরও বলেন, ‘এর বিনিময়ে ফিলিস্তিনকে ফাইজারের যে ১০ লাখ ডোজ টিকা দেওয়া দেওয়ার কথা আছে, সেগুলো ইসরায়েলে এসে যাবে। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ইসরায়েলে আসাবে ফাইজারের টিকাগুলো।’

বিশ্লেষকরা জানিয়েছেন, ইসরায়েলের প্রায় ৫৫ শতাংশ নাগরিকই (প্রায় ৫০ লাখ) করোনা টিকার দু’টি ডোজ নিয়ে ফেলেছেন। বাকিদের প্রথম ডোজ নেয়া হয়ে গেছে। ফলে আপাতত উদ্বৃত্ত ও মেয়াদ উত্তীর্ণ হতে চলা টিকা কোনো কাজেই লাগাতে পারছে না ইসরায়েল। আর সেই টিকাগুলো ফাইজারের মধ্যস্থতায় ফিলিস্তিনকে গছিয়ে দিচ্ছে বর্বর ইসরায়েল।

ইত্তেফাক/এএইচপি