মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুমেক করোনা ইউনিটে রেকর্ড ১১ জনের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২১, ১২:১৭

করোনায় মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। এটাই এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এরমধ্যে ৮ জন করোনায় ও তিনজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। 

শনিবার (১৯ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে ৮ জনের এবং ইয়ালো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। শনিবার সকাল ১০টা পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে প্রায় পৌনে দুইশ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ছবি: আব্দুল গনি (ফাইল ছবি )

খুলনা করোনা হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছেন তারা হলেন-খুলনার রূপসার আবুল হোসেন (৬০), নগরীর লবণচরা এলাকার শাহজাহান (৪৯), যশোর কেশবপুরের মিজানুর রহমান (৫৮), কেশবপুরের আলেয়া (৬০), সাতক্ষীরার কলারোয়ার সাবদুল (৫১), কলারোয়ার আব্বাস গাজী (৬২), কালিগঞ্জের শেখ আইয়ুব আলী (৫৮) ও পিরোজপুরের মঠবাড়িয়ার মিনারা বেগম (৫৫)। 

এছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এএএম