বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনার উৎস খুঁজতে চীনকে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৬:২৩

করোনাভাইরাসের উৎস খুঁজতে তদন্তের দ্বিতীয় পর্যায়ে চীনকে সহযোগিতা আরও বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস। একই সঙ্গে তাদের আরও অনুমতি দেওয়া এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বলেছেন।

জাস্টআর্থনিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাসটির উৎস খুঁজে বের করা নিয়ে ডব্লিউএইচওর প্রথম তদন্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল।

গত বৃহস্পতিবার (১৫ জুলাই) জেনেভাতে বক্তব্য দেওয়ার সময় টেড্রোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনা মহামারি শুরু হওয়ার পূর্ব মুহূর্তে এবং ঠিক ওই সময়ে শনাক্ত হওয়া রোগীদের তথ্য সংগ্রহের অনুমতি চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রথম তদন্তের সময় ডব্লিউএইচওর দলের সঙ্গে এসব তথ্য শেয়ার করেনি চীন, যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ