শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদের ছুটিতে বন্ধ থাকবে টিকাদান

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:৪৮

দেশব্যাপী চলমান করোনা ভাইরাসের টিকাদান ঈদের ছুটিতে বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ জুলাই থেকে যা আবারও শুরু করা হবে।

সোমবার ( ১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমনটি জানানো হয়েছে। গত সোমবার (১২ জুলাই) থেকে দেশে আবারও গণটিকাদান শুরু হয়। এদিন থেকে জেলা-উপজেলায় দেওয়া হয় চীনের তৈরি সিনোফার্মের টিকা। এর পরদিন মঙ্গলবার থেকে সিটি করপোরেশন এলাকায় দেওয়া হয় কোভ্যাক্সের মডার্নার টিকা।

রবিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানান। 

              

ফেব্রুয়ারি থেকে দেশে গণহারে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু টিকা স্বল্পতায় মাঝে কিছুদিন সমস্যা হয়। পরে দেশে টিকা আসায় আবার গণটিকা শুরু হয়েছে।

ইত্তেফাক/এসআই