শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনা বিভাগে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়ালো

আপডেট : ২১ জুলাই ২০২১, ১৭:৫২

খুলনা বিভাগে মহামারি করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ২ হাজার ছাঁড়িয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৯৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল মঙ্গলবার বিভাগে ৪৩ জনের মৃত্যু হয়েছিলো। 

খুমেক করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা ও ঝিনাইদহে ৭ জন করে, মেহেরপুরে ৪ জন, যশোরে ৩ জন, নড়াইলে ২ জন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৮৪ হাজার ৯৬১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৩৭২ জন।

ইত্তেফাক/কেকে