শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশাল শেবাচিমে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১৫ জনের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২১, ২০:১৭

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত এবং ১০ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। 

বরিশাল বিভাগে করোনায় মোট ৩৮৭ জনের মৃত্যু 

আজ বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২৩ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৩৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ। বিকেলে করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের অনুকুলে রোগী ভর্তি ছিলো ৩১০ জন। এ নিয়ে গত বছরের ১৭ মার্চের পর থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে মোট ৯৪৯ জন রোগীর মৃত্যু হলো। যার মধ্যে ২৫৯ জনের করোনা শনাক্ত হয়। 

মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে আবারও বেড়েছে করোনা শনাক্তের হার। মঙ্গলবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৮০ ভাগ। এর আগে গত সোমবার রাতে পিসিআর ল্যাবের প্রকাশিত রিপোর্টে ৩৫ দশমিক ৯৭ ভাগ করোনা শনাক্ত হয়। বরিশালে পিসিআর ল্যাবের ইতিহাসে সর্বাধিক ৭৩ দশমিক ৯৪ ভাগ করোনা শনাক্ত হয় গত ৫ জুলাই। 

ইত্তেফাক/কেকে