শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১১:৩৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে মারা যান ১২ জন। 

করোনা আক্রান্তে মৃতরা হলো-ময়মনসিংহ সদরের নাজনীন (৫৮) ও টাঙ্গাইল সখিপুর উপজেলার জেসমিন (৪৫)।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো-ময়মনসিংহ সদরের নাসরিন (৩৮), ইলমা (২৪), ঈশ্বরগঞ্জ উপজেলার রাবেয়া (৭৪), আব্দুর রউফ (৫৫), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা (৯২), পূর্বধলা উপজেলার আফাজুদ্দিন (৮৫), খালিয়াজুড়ি উপজেলার নূরজাহান (৭৫), টাঙ্গাইল সদরের রাজিয়া (৭০), মৃণাল (৬০), জামালপুর সদরের রত্মা (৩২), বকসীগঞ্জ উপজেলার আব্দুল মান্নাফ (৬০) ও গাজীপুর সদরের আব্দুর রাজ্জাক (৭৫)। 

শীতেই আসছে করোনার নতুন ভ্যারিয়েন্ট!

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৬ জন ও আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৪ টি নমুনা পরীক্ষায় আরও ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৮৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৩০১ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৫৩ জন।

ইত্তেফাক/এএএম