মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রয়োজনে টিকার তৃতীয় ডোজ আমেরিকায়

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:২৭

মাঝে কিছুদিন সংক্রমণের হার কমেছিল। কিন্তু শেষরক্ষা হলো না। আমেরিকায় ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। অতি অসুস্থ মানুষকে টিকার তৃতীয় ডোজও দেওয়া হতে পারে দেশটিতে।

এই পরিস্থিতিতে মার্কিন ভাইরোলজিস্ট অ্যান্টনি ফওসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রয়োজনে টিকার তৃতীয় ডোজ নিতে হবে। কেমো থেরাপির রোগী বা আরো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের টিকার তৃতীয় ডোজ দিতে হবে। 

US buys 200m Pfizer jabs for children and possible boosters | Financial  Times

সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য? ফওসি জানিয়েছেন, এ বিষয়ে নানা গবেষণা চলছে। তবে ভালনারেবল ব্যক্তি বা কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের তৃতীয় ডোজ নিতেই হবে।

ভারতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও তাদের গবেষণায় জানিয়েছে টিকার বুস্টার ডোজ নিতে হতে পারে। অর্থাৎ, তৃতীয় ডোজ নেওয়া দরকার।

আমেরিকায় মাস্ক ফিরিয়ে আনার কথাও বলেছেন ফওসি। মাঝে বাইডেন প্রশাসন জানিয়েছিল, দুইটি টিকা নেওয়া হলে মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু ফওসি জানিয়েছেন, নতুন করে মাস্কবিধি চালু করা প্রয়োজন। ডয়েচেভেলে।

ইত্তেফাক/এএইচপি