শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফরিদপুরে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ১৭, শনাক্ত ১৬১

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৪:৫৩

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। এদের মধ্যে ৭ জন করোনায় বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো ৩৬৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৬১ জন। মৃতদের মধ্যে ৮ জন ফরিদপুর, ৬ জন রাজবাড়ী, ২ জন মাদারীপুর ও ১ জন মাগুড়া জেলার বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৬৩ জন। আক্রান্তের হার ২৪.৬৬ ভাগ। সুস্থ্য হয়েছে ১৩ হাজার ৪১৭ জন। সুস্থ্যতার হার ৭৭.৭২ ভাগ। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৩৮.৯৭ ভাগ। হাসপাতালে ভর্তি ২৮৩ জন। মোট হোম আইসোলেশসে আছে ৩১৭০ জন।

ইত্তেফাক/এসজেড