শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১১:৫৪

চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইটে এই ২০ লাখ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টায় ১০ লাখ ও রাত সোয়া ৩ টায় ১০ লাখ টিকা দেশে পৌঁছায়। 

বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বিমানের একটি ফ্লাইট ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। 

এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।

ইত্তেফাক/এএএম