বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনা বিভাগে কমেছে করোনায় মৃত্যু, শনাক্ত ১৩৭৩

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৪:২১

খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। গতকাল রবিবার বেলা ১২টা থেকে সোমবার (০২জুলাই) বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৩ জনের।

সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল রবিবার খুলনা বিভাগে ৪০ জনের মৃত্যু ও ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা ও কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ৭ জন করে মৃত্যু হয়েছে। এছাড়া যশোর ও মেহেরপুরে তিনজন করে, মাগুরা ও ঝিনাইদহে তিনজন করে এবং বাগেরহাট ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৫ হাজার ১৮৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৫৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৯৪ জন।

ইত্তেফাক/এমআর