শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৩:২৫

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন আটজন এবং করোনা উপসর্গ ছিলো ১১ জনের।

একই সময়ে ৪২৫টি নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। 

বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন পাঁচ জন এবং করোনা উপসর্গ ছিল ১১ জনের।’

খুলনায় তিন হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, ‘কোভিড হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের বাইরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও তিনজন মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪০২ জন।’

সংশ্লিষ্ট বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ১০৭ জন মারা গেছেন।

ইত্তেফাক/এএএম