শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখলো মালয়েশিয়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫০

করোনার মোকাবিলায় হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় শনিবার (১১ সেপ্টেম্বর) একদিনে সর্বোচ্চ ৫৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪১৯ জনে।

দেশটিতে চলমান বিধিনিষেধের মধ্যেও প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত ও শনাক্ত হচ্ছেন। অল্প সময়ের মধ্যে উন্নত দেশের কাতারে যাওয়া এবং সুশৃঙ্খল মালয়েশিয়ায় সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির বিশেষজ্ঞরা।

Malaysia warns of rising number of COVID-19 deaths, cases among children |  Reuters 

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৫৫০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫শ জনে। 

সূত্রমতে, নতুন করে ২১ হাজার ৭৭১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩০ জন। মালয়েশিয়ায় এ পর্যন্ত ৬৫.২ শতাংশ লোক করোনার অন্তত একটি ডোজ এবং ৫২.১ শতাংশ লোক পুরো ডোজ টিকা নিয়েছে।

ইত্তেফাক/এএইচপি