শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে ৬৫ বছরের ঊর্ধ্বদের বুস্টার ডোজের অনুমোদন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৯

করোনা ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ৬৫ বছরের ঊর্ধ্বে এবং উচ্চঝুঁকিতে থাকা লোকজনকে ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এফডিএর উপদেষ্টা প্যানেল শুক্রবার আমেরিকানদের গণহারে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যানও করে। আগামী সপ্তাহ থেকে করোনার ডেলটা ধরন ঠেকাতে বাইডেন প্রশাসন বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছিল। সে অনুযায়ী, ফাইজার গণহারে বুস্টার ডোজ দেওয়ার অনুমোদনের জন্য আবেদন করে। কিন্তু এফডিএর অধিকাংশ বিশেষজ্ঞ শুধু বয়স্ক ও যারা উচ্চঝুঁকিতে রয়েছেন তাদের জন্যই অনুমোদন দিল।

FDA Advisory Panel Votes Against Endorsing Covid-19 Booster Shots Widely -  WSJ

যুক্তরাষ্ট্র সহযোগী রাষ্ট্রগুলোকেও করোনা টিকার কার্যক্রম বাড়ানোর জন্য উত্সাহিত করছে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্রকে বুস্টার ডোজ আপাতত নাগরিকদের না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, বিশ্ব জুড়ে প্রাথমিকভাবে টিকা দেওয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। 

হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আগ্রহীদের এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানাব, যেখানে আমাদের একটাই লক্ষ্য কোভিড-১৯ নিয়ন্ত্রণ করা।’ এই আলোচনার মধ্যেই এফডিএ প্যানেলের উপদেষ্টারা বলেন, বুস্টার ডোজের জন্য ফাইজারের দেওয়া তথ্য যথেষ্ট নয়। সে কারণে তারা সবার জন্য হয়তো বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন এখনই দেননি।

চিকিত্সাবিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে গত ১৩ সেপ্টেম্বর একটি রিপোর্ট প্রকাশিত হয় এবং এতে বলা হয় যে, করোনার ডেলটা ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও করোনার মহামারির এই পর্যায়ে এসে সাধারণ মানুষের জন্য বুস্টার ডোজ উপযুক্ত নয়।

ইত্তেফাক/এএইচপি