বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এ বছরেই বিশ্বকে ২শ’ কোটি ডোজ ভ্যাকসিন দেবে চীন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:২৮

বিশ্বকে দুইশ কোটি ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। করোনা মোকাবিলায় এ বছরই বিশ্বকে ২শ’ কোটি ডোজ ভ্যাকসিন দেবে শি জিনপিংয়ের দেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ আলোচনায় ভিডিও বার্তার মাধ্যমে দেয়া এক বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বেইজিং চলতি বছরের শেষ নাগাদ বিশ্বকে করোনা মোকাবেলায় মোট ২শ’ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার চেষ্টা করবে।

The Logic of China's Vaccine Diplomacy | chinaobservers

তিনি আরো বলেন, সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় চীন। একারণে কখনোই কোনো দেশে হামলা চালাবে না তার দেশ। আন্তর্জাতিক সম্পর্কে শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখবে বলে শি বলেন, চীন কখনোও কাওকে আক্রমণ করেনা বা কর্তৃত্ব দেখায়না।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের প্রেক্ষিতে নতুন স্নায়ুযুদ্ধ ছাড়াই কর্তৃত্ববাদী প্রতিযোগিতার নতুন মাপরেখা তৈরির কথা বলেন তিনি।  

ইত্তেফাক/এএইচপি