শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মমেক করোনা ইউনিটে ঝরলো আরও ৪ প্রাণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এরদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলো। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মমেকের করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৩ 

তিনি জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যান ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার ফ্লোরেন্স রন্ডি (৭৫) এবং টাঙ্গাইল সদরের আয়েশা খাতুন (৬৫)। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আহমেদ অলি (৬৫) এবং নেত্রকোনা সদরের মঞ্জুরা বেগমের (৫০) মৃত্যু হয়। 

ডা. মুন আরও জানান, এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১২১ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৮০টি নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯২৯ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৯১ জন।

ইত্তেফাক/এমআর