শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকা দেওয়া শুরু

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৪:১৬

মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্প্রতিবার (১৪ অক্টোবর) মানিগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক মানিকগঞ্জ জেলার ২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন (১২-১৭ বৎসর) ছাত্রছাত্রীকে  ফাইজারের ভ্যাকসিন প্রদান উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

এ সময় তিনি বলেন, আমরা পরীক্ষামূলকভাবে ১০০জন ছাত্রছাত্রীকে দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে দেশের সবাইকে এই টিকার আওতায় আনা হবে। টিকা দিয়েই শেষ নয়, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবার মহাপরিচালন প্রফেসর ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুননেছা, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গৌতম রায়, কর্নেল মালেক মেডিক্যালের কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জাকির হোসেনসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। 

ইত্তেফাক/কেকে