বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রামে করোনা শনাক্তের হার সর্বনিম্ন

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪:২০

অবশেষে চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা এককের ঘরে নামলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার জন। এ সময় কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ দুই হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম শহরের ৭৩ হাজার ৮৮১ জন, বাকি ২৮ হাজার ১৯৭ জন বিভিন্ন উপজেলার। অন্যদিকে, শনাক্তদের মধ্যে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম শহরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ কমেছে

শুক্রবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামে আগের দিন বৃহস্পতিবার ১০ জনের করোনা শনাক্ত হয়। ঐদিন করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫৪৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম শহরের ৩ জন। বাকি একজন চন্দনাইশ উপজেলার।

ইত্তেফাক/কেকে