শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৮ বছরের বেশি যে কেউ এখন টিকা নিতে পারবেন

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬:৩৫

করোনাভাইরাসের টিকা নিবন্ধনের বয়সসীমা নামিয়ে ১৮ বছর করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এখন থেকে দেশের ১৮ বছর ও তার বেশি সব নাগরিক অ্যাপসে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। বুধবার (২০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও টিকা কর্মসূচির পরিচালক শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুল হক বলেন, যাদের বয়স আঠারো বা এর বেশি হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকেই সুরক্ষা ওয়েবসাইটে তাদের নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে ১৮ বছরের যে কেউ নিবন্ধন করে করোনার টিকা নিতে পারবেন। 

                                 No description available.

এর আগে সর্বনিম্ন ২৫ বছর বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারতেন।

ইত্তেফাক/এসআই