শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংসদ টিভিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস শুরু রবিবার

আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৫:৫৯

করোনা ভাইরাসের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময়ে শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে রাখতে সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ক্লাস সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।


আগামীকাল রবিবার থেকে এই ক্লাস শুরু হবে। মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে ক্লাস সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম দিকে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি শ্রেণির ২টি করে ক্লাস সম্প্রচার করা হবে। সকাল ৯টা ৫ মিনিটে ক্লাস শুরু হবে। দুপুর ১২ টায় ক্লাস শেষ হবে। প্রতিটি ক্লাসের ব্যাপ্তি হবে ২০ মিনিট। 

আরো পড়ুন : করোনা প্রতিরোধে বাংলাদেশকে ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

ষষ্ঠ শ্রেণির ক্লাস ৯টা ৫ থেকে ৯টা ৪৫ পর্যন্ত, সপ্তম শ্রেণির ক্লাস ৯টা ৫০ থেকে ১০টা ৩০ পর্যন্ত, অষ্টম শ্রেণির ক্লাস ১০টা ৩৫ থেকে ১১টা ১৫ পর্যন্ত, নবম শ্রেণির ক্লাস ১১টা ২০ থেকে ১২টা পর্যন্ত চলবে। প্রতিদিন ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে। পরবর্তী ক্লাস রুটিন আগামী ১ এপ্রিল মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ইত্তেফাক/ইউবি