শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় আক্রান্ত হয়ে অভিনেতা ‘কাইশ্যা’র মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২০, ১২:০৪

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাপানের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও রক ‘এন’ রোল ব্যান্ড ও কমেডি গ্রুপের সাবেক সদস্য কেন শিমুরা মারা গেছেন। টোকিওর একটি হাসপাতালে রোববার (২৯ মার্চ) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রয়টার্সের খবরে বলা হয়েছে, জ্বর ও নিউমোনিয়ার কারণে কেন শিমুরাকে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: টরন্টো-মন্ট্রিয়লে বেশ কয়েকজন বাংলাদেশি করোনায় আক্রান্ত!

১৯৭০ সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন এই কমেডিয়ান। ১৯৫০ সালের ২০ ফেব্রুয়ারি জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন তিনি। শিমুরার ‌‘বকটনো-সাম’ শট জাপানি কৌতুকাভিনেয়দের মধ্যে অস্বাভাবিক ছিল। সমসাময়িক সমাজের বর্তমান অভিভাবকদের (একটি কোম্পানির প্রেসিডেন্ট, একজন রাজনীতিবিদ, পরিবার প্রধান, স্কুল প্রিন্সিপাল, জাপানের প্রধান ইয়াকুজা গ্যাং) একটি নির্বোধ রাজার অধীনে দীর্ঘদিন দেশে বসবাসের শোতে শিমুরার আরেকটি জনপ্রিয় শট হল ‘হেনা ওজি-সান’ (একটি ঘৃণ্য বয়স্ক ব্যক্তি), যিনি নবজাতক মেয়েদের সঙ্গে নিজেকে পরিবেশন করেন।

ইত্তেফাক/বিএএফ