বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফাইজারের ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত ২৪০ জন

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৯:১৫

ফাইজার-বায়োনটেকের করোনা ভ্যাকসিন নেওয়ার পর কমপক্ষে ২৪০ জন ইসরায়েলি করোনায় আক্রান্ত হয়েছেন।বিভিন্ন সূত্রের বরাতে  রাশিয়ার গণমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেলে -১৩ এর তথ্যমতে, ফাইজারের ভ্যাকসিন নেয়া সত্বেও এ পর্যন্ত ২৪০ জন করয়না সংক্রমিত হয়েছেন। 

 নিয়ম অনুযায়ী, ফাইজারের ভ্যাকসিনের দুইটি ডোজ নিতে হবে। গবেষণায় দেখা গেছে যে, ফাইজারের ভ্যাকসিনের একটি ডোজ নিলে আট থেকে দশদিনের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত অ্যান্টিবডি তৈরি হয়। প্রথম ডোজের ২১ দিন পর নিতে হয় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।  এই ডোজটি দেওয়া হলে ৯৫ শতাংশ অ্যান্টিবডি তৈর হয় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।   যদিও ফাইজার-বায়োএনটেকের টিকার সম্পূর্ণ ডোজ নেয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫ শতাংশ থেকেই যায়। 

 ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকসিন  নেওয়ার পর প্রায় এক হাজার লোকের মধ্যে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে দুর্বলতা, মাথা ঘোরা এবং জ্বর আসা। ইনজেকশন দেয়ার স্থানে ব্যথা, ফোলাভাব এবং লাল হয়ে যায়।  এদের মধ্যে কয়েজনকে কিছুদিন চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে বলে   ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ।

ইত্তেফাক/এআর