শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জার্মানিতে ৬০ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া স্থগিত

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৩:৪৮

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ৬০ বছরের কম বয়সীদের দেহে প্রদান করা স্থগিত ঘোষণা করেছে জার্মানি। ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকায় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

জানা যায়, জার্মানিতে এখন পর্যন্ত ২৭ লাখ লোককে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩১ জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে।

এর আগে, সোমবার কানাডার সরকার ৫৫ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিত ঘোষণা করেছে।

মঙ্গলবার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যানের সঙ্গে দেশটির ১৬টি প্রদেশ এক জরুরি বৈঠক করেছে। সেখানে ৬০ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তে বলা হয়, ৬০ বছরের কম বয়সীরা এরপরও ভ্যাকসিনটি নিতে পারবে যদি তা চিকিৎসকের বিবেচনা, ব্যক্তিগত ঝুঁকি বিশ্লেষণ ও বিস্তারিত ব্যাখ্যার পর নেয়া হয়।’

ইত্তেফাক/টিআর