শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার কম বেতনে সম্মত মেসিরাও

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৫:৪৬

গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেদের বেতন কম নেওয়ার ব্যাপারটা জানালেন লিওনেল মেসি। বার্সা অধিনায়ক আরো জানিয়েছেন ক্লাবের কর্মচারীদের শতভাগ বেতন নিশ্চিত করতে নিজেরাও ক্লাবের কোষাগারে অর্থ দেবেন।

বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ সংবাদ মাধ্যমে বেতন কমানো নিয়ে বার্সা খেলোয়াড়ের অসন্তোষের ব্যাপারটি ঘুরে বেড়াচ্ছিল। শোনা যাচ্ছিল ৭০ শতাংশ বেতন কমানোর ব্যাপারে অনাগ্রহী মেসির দল। তবে গতকাল সোমবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সব গুঞ্জন উড়িয়ে দেন মেসি।

তিনি বলেন, ‘আমার মনে হয় ঘোষণার সময় এসেছে। আমরা আমাদের বেতনের ৭০ শতাংশ কম নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এর সঙ্গে আরো অর্থ যোগ করে ক্লাবের স্টাফদের শতভাগ বেতন পাওয়ার ব্যাপারটিও আমরা নিশ্চিত করতে চাই।’ বেতন কম নেওয়ার ব্যাপারে মেসিদের সঙ্গে আছেন বার্সেলোনার অন্য ক্রীড়া দলের সদস্যরাও।

ইত্তেফাক/এমআর