রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৪, মৃত্যু ১

করোনা ভাইরাসের প্রতীকী ছবি।
স্টাফ রিপোর্টার, রংপুর১৭:১৩, ০৩ ডিসেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৬ মিনিট
রংপুর বিভাগের সাত জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় রংপুর জেলায় করোনায় একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ২৯৩ জন এবং মারা গেলেন ২৬৭ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৯৬ জন রোগী।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রংপুরে ৩০, দিনাজপুরে ১৩, ঠাকুরগাঁয় ৬, নীলফামারীতে ৬, গাইবান্ধায় ৬, লালমনিরহাটে ২ এবং কুড়িগ্রাম জেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: বিদ্রোহীদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না: ওবায়দুল কাদের
এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৮৩ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৮৮ হাজার ৯৬২ জন। একই সময়ে ১৬৭ জনসহ মোট ৮৩ হাজার ২৮৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি