করোনার টিকা নিলেন চিফ হুইপ

করোনার টিকা নিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৭:৫৮, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সোমবার (১৫ ফেব্রুয়ারি) সংসদ মেডিক্যাল সেন্টারে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে উক্ত টিকা গ্রহণ করেন চিফ হুইপ। ইতোপূর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভ্যাকসিন গ্রহণ শেষে চিফ হুইপ বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। কোনো গুজবে কান না দিয়ে জীবন রক্ষার্থে সবাই ভ্যাকসিন নিন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মেডিক্যাল সেন্টারের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন
ইত্তেফাক/এমএএম